রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ : ০২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ১৫ জানুয়ারির মধ্যরাতে বাড়িতে দুষ্কৃতীর ছুরিতে গুরুতর জখম হন সইফ আলি খান। সেই রাতেই মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন অভিনেতা। দিন পাঁচেক পর ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন সইফ আলি খান। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা জানিয়েছিলেন, বিরাট বিপদ থেকে কয়েক চুলের জন্য বেঁচে গিয়েছেন সইফ। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলি-অভিনেতাকে। বাড়িতেও কড়া নজরদারিতে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর নিজের আবাসনের নীচে দেহরক্ষীদের ঘেরাটোপে বীরদর্পে হাঁটতে দেখা গিয়েছিল সইফকে। সঙ্গে ছিলেন স্ত্রী করিনাও। সেই দেখে নেটপাড়ার একটি বড় অংশ প্রশ্ন তোলেন, আদৌ কি আহত হয়েছিলেন সইফ না কি গোটাটাই প্রচারে থাকার জন্য ছিল কোনও সস্তা ‘স্টান্ট’?
এই প্রশ্ন পাক খাওয়া শুরু করে সমাজমাধ্যমের আনাচেকানাচে। কেউ কেউ এও প্রশ্ন তোলেন, এত বড় অস্ত্রোপচারের পর কীভাবে হাঁটাচলা করতে পারছেন সইফ? লীলাবতীর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের নিয়েও শুরু হয় নিন্দা। পাল্টা জবাব দিয়েছিলেন চিকিৎসকেরাও। তবে চুপ ছিলেন সইফ এবং পতৌদি পরিবার। গত সোমবার মুম্বইয়ে নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে সেই ঘটনার পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে সইফের ‘জুয়েল থিফ’ ছবিটি। একটি মূল্যবান হীরে চুরির ঘটনা ছবির প্রেক্ষাপট। সইফ ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ অহলাওয়াট। ছবিটির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ আনন্দ। সইফ বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে সিদ্ধার্থের সঙ্গে এই ছবিটা নিয়ে কথা হয়েছে। আমি সব সময়েই এই ধরনের ছবির অংশ হতে চাইতাম। এত ভাল সহ-অভিনেতাদের সঙ্গে এ রকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম।’’
সইফের পরনে ছিল ডেনিম শার্ট এবং জিন্স। চোখ এড়ায়নি বলি-তারকার বাঁ হাত মোড়া ব্যান্ডেজের পাশাপাশি তাঁর ঘাড়ের উপরে আড়াআড়ি ভাবে লম্বা ক্ষতচিহ্নের উপর লেগে থাকা ছোট ছোট ব্যান্ড-এইড। বলি-অভিনেতার কানের সামান্য নীচ থেকে গলা ছাড়িয়ে যাওয়া ওই ক্ষতচিহ্নের মূলে যে রয়েছে ধারালো অস্ত্র, তা এক ঝলকেই স্পষ্ট। এবং তা দেখেই মন গলেছে নেটিজেনদের। এক বাক্যে তাঁরা মেনে নিয়েছেন, স্রেফ কোনও ছবির প্রচারের জন্য ‘এইসব’ হতে পারে না। এই ক্ষত পুরোপুরি 'রিয়েল'! চোখ কেড়েছে এক নেটিজেনের কমেন্ট-“নেটফ্লিক্সের একটি ছবির প্রচারের জন্য সইফ এইসব কাণ্ড করবেন, তা হতেই পারে না!”
অন্যদিকে, সইফ-কাণ্ডে ধৃত শরিফুল ইসলাম শেহজাদ আপাতত রয়েছে বিচারবিভাগীয় হেফাজতে।
নানান খবর
নানান খবর

‘ভয় পাস না মা, আমি আছি’, ঝুপড়ি থেকে কন্যাশিশু উদ্ধার করলেন দিশা পটানির দিদি!

Ramayana 2: সীতা বন্দি, নতুন রূপে রাম - রামায়ণের দ্বিতীয় পর্বে বদলে যাচ্ছে গল্পের ছন্দ? কবে থেকে শুরু শুটিং?

শরীর চাই, নাভি না দেখালে হিট নয়! মালবিকার মুখে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্ধ যৌনতার ছবি

সলমনের বিয়ে হওয়া ফস্কেছিল একটুর জন্য! কীভাবে জানেন? সম্পর্কে ইতি টানলেন শুভমন-সারা?

Exclusive- “শিবপ্রসাদ শিশির ভাদুড়ী, আমরা চুনোপুটি!” ছবি মুক্তির আগেই আচমকা শিবপ্রসাদকে কেন এমন বললেন রাখি গুলজার?

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?